আমেরিকালিড নিউজ

ক্লিনটনের উচিত ছিল তার কাছে ক্ষমা চাওয়া, বললেন লিউনেস্কি

এবিএনএ: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মনিকা লিউনেস্কির সম্পর্কের খবর নিয়ে একসময় গোটা বিশ্বের গণমাধ্যমে ঝড় উঠেছিল।তাদের সম্পর্ক নিয়ে অনেক সরব কাহিনিও হয়েছে প্রকাশিত। ঘটনার দীর্ঘদিন পর সম্প্রতি লিউনেস্কি তখনকার অনুভূতি প্রকাশ করেছেন তার লেখনিতে। গত মঙ্গলবার ভ্যানিটি ফেয়ার লিউনস্কির একটি লেখা প্রকাশ করে। সেখানে ক্লিনটনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি।

নারী অধিকার এবং #মি টু মুভমেন্টের সক্রিয় কর্মী লিউনেস্কি লিখেছেন, ‘তখন আমার বয়স মাত্র ২২ বছর।বিলকে ভীষণ ভালবাসতাম। তাই সম্পর্কটা প্রকাশ্যে আসার পর যেভাবে সেটা নিয়ে টানা হেচড়া করা হয়েছে তাতে আমার হৃদয় বারবার ক্ষতবিক্ষত হয়েছে। যা কিছু ঘটেছে তার জন্য শুধু নিজেকে দায়ী করতাম। আমার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে, প্রতি মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়ার কথা মনে হতো। কিন্তু ক্লিনটন একবারও আমার কথা ভাবেনি। প্রকাশ্যে নিজের বিবাহবহির্ভুত সম্পর্কের জন্য ক্ষমা চেয়েছিল সে। কিন্তু আমার পরিস্থিতির জন্য একটি কথাও বলেনি। বিলের উচিত ছিল আমার কাছে ক্ষমা চাওয়া।’ এর আগে অবশ্য লিউনেস্কি নিজের কাজের জন্য হিলারি এবং চেলসি ক্লিনটনের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন।

মনিকার অভিযোগ, ক্ষমতার চূড়ায় থাকার জন্য ক্লিনটন অনায়াসেই সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। ক্ষমতা, প্রতিপত্তি, প্রভাব ক্লিনটনকে অনেক সহজ করে দিয়েছিল সমাজের কাছে। কিন্তু মনিকা তলিয়ে গিয়েছিলেন অন্ধকারে। একটি সম্পর্কের জন্য প্রায় সারাজীবনই অন্ধকারে আর অনুশোচনায় কাটাতে হয়েছে তাকে। গোটা দেশ ওই পরিস্থিতির জন্য তাকেই দায়ী করত। অথচ এই সম্পর্কে সমান অংশীদার ছিলেন ক্লিনটনও। ৪৫ বছর বয়সী মনিকা আরও লিখেছেন,২০ বছরেরও বেশি সময় লেগেছে সেই অন্ধকার থেকে তার বেরিয়ে আসতে। মনিকার মতে, দেশবাসী সেই ঘটনার শুধু একটি দিকই দেখেছেন, শুনেছেন। তার কথা কেউ শুনতে চাননি বা তাকে বলতে দেওয়া হয়নি। তিনি লিখেছেন, যদি কখনও হিলারির মুখোমুখি তিনি হন তাহলে আবারও তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন।

Share this content:

Related Articles

Back to top button