জাতীয়বাংলাদেশলিড নিউজ

কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত

এবিএনএ: ঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে ১৮টি বগি আলাদা হয়ে গেছে। ওই ১৮টি বগির মধ্যে ৯টি বগি লাইন থেকে ছিটকে পড়ে গেছে।

রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার জামাল হোসেন।

তিনি জানান, বগিগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনের পাঁচজন গুরুতর আহত যাত্রীকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button