জাতীয়বাংলাদেশলিড নিউজ

করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩২ প্রাণহানি, আক্রান্ত ২১৩১

এবিএনএ : প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪২০৬ জনে। একই সময়ে নতুন করে আরও ২১৩১ জনের শরীরে অদৃশ্য ভাইরাসটি শনাক্ত হওয়ায় এই সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৮ হাজার ৯২৫ জন। নতুন করে আরও ২০২৭ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ মানুষের সংখ্যা এক লাখ ৯৮ হাজার ৮৬৩ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুই হাজার ১৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৮ হাজার ৯২৫ জনে। এছাড়া আরও ৩২ জনের মৃত্যু হওয়ায় এই সংখ্যা বেড়ে দাঁড়ালো চার হাজার ২০৬ জনে। একই সময়ে ২০২৭ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ ব্যক্তির সংখ্যা এক লাখ ৯৮ হাজার ৮৩৬ জন।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনা বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানিয়েছিল আইইডিসিআর। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার।

ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়ানো হয় সেই ছুটি। ৭ম দফায় বাড়ানো ছুটি চলে ৩০ মে পর্যন্ত। ৩১ মে থেকে সাধারণ ছুটি নেই। এখন বেশি ঝুঁকিপূর্ণ এলাকাভিত্তিক লকডাউন দেয়া হয়। তাই অফিস আদালতে স্বাস্থ্যবিধি রক্ষায় সরঞ্জামাদি রাখা ও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে।

Share this content:

Related Articles

Back to top button