জাতীয়বাংলাদেশলিড নিউজ

করোনা রোগী সুস্থের সংখ্যা কম নিয়ে যা বললেন ডা. নাসিমা

এবিএনএ : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন পাঁচজন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৯২ জন। এর আগে গতকাল সুস্থ হয়েছিলেন দুইজন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে সুস্থ রোগীর সংখ্যা কম প্রসঙ্গে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, যারা আক্রান্ত তাদের সুস্থ হতে অনেক সময় লেগে যায়। অনেক সময় উপসর্গ ও লক্ষণ নিয়ে ১৪-১৫ দিন থাকেন তারপর এই উপসর্গ কমতে থাকে। এবং প্রায় মাসখানেক লেগে যায় সম্পূর্ণ সুস্থ হতে।

ডা. নাসিমা সুলতানা আরো বলেন, আমরা একজন রোগী তখনই সম্পূর্ণ সুস্থ বলবো যখন পরপর দুটি টেস্টে নেগেটিভ আসে। এর ফলে মৃতের তুলনায় সুস্থ হওয়ার হারটা কম বলছেন তিনি। এদিকে বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন মৃত্যুবরণ করেছেন। এনিয়ে মোট মৃত্যুবরণ করলেন ১২০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৯০ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩,৭৭২।

গতকাল মঙ্গলবার নতুন করে ৪৩৪ জন আক্রান্ত হয়েছিলেন এবং আরও ৯ জন মৃত্যুবরণ করেছিলেন। গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিলো ৩,৩৮২ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ছিলো ১১০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরো দুইজন। গতকাল পর্যন্ত সুস্থ হয়েছিলেন ৮৭ জন।বাংলাদেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Share this content:

Related Articles

Back to top button