জাতীয়বাংলাদেশলিড নিউজ

কনস্টেবল আশিকুরের প্রশংসায় বার্নিকাট

এবিএনএ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৬ নভেম্বর আকস্মিক হামলার পরপরই দুষ্কৃতকারী শিহাবকে সাহসিকতার সঙ্গে জাপটে ধরায় কনস্টেবল আশিকুর রহমানের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট।

রোববার সকালে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দফতরে আশিকুরের এমন অসম সাহসিকতার জন্য ভূয়সী প্রশংসা করেন বার্নিকাট।

এপিবিএন জানিয়েছে, দুষ্কৃতকারী শিহাব একজন আনসার সদস্য হত্যা ও ৩ এপিবিএন সদস্যকে আহত করার পর ২নং টার্মিনালের অভ্যন্তরে প্রবেশ করে আরো বড় ধরনের নাশকতার চেষ্টা করেছিল। ক্রাইসিস রেসপন্স টিমের সদস্য আশিকুর রহমান এসময় অত্যন্ত সাহসিকতার সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে দুষ্কৃতকারীকে জাপটে ধরে।

Ashikur

এপিবিএন হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (ল অ্যান্ড মিডিয়া) গোলাম বেনজীর স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, আর্মড পুলিশ ব্যাটালিয়নের পেশাদারিত্ব, কর্তব্য নিষ্ঠা দেখিয়েছে। বিমানবন্দর ছাড়াও সচিবালয়, সংসদ ভবন, কূটনৈতিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে এপিবিএন সুশৃঙ্খল ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন বার্নিকাট। এ সময় এপিবিএন’র অতিরিক্ত আইজিপি, ডিআইজি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নে নারী কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে বিশেষ দরবারে মিলিত হন। এপিবিএন’র অতিরিক্ত আইজি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে দরবারে উপস্থিত ছিলেন ডিআইজি এপিবিএন আবু মুসা মো. ফখরুল ইসলাম খান। ১১ এপিবিএ’র অধিনায়ক শাহীনা আমীন অনুষ্ঠান সঞ্চালনা করেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button