কংগ্রেসের ইশতেহার ২২ লক্ষ চাকরি, গরিবদের বছরে ৭২ হাজার টাকা

এবিএনএ: ওয়েল অ্যান্ড ওয়েলফেয়ার। নিজেদের তৈরি করা নির্বাচনী ইশতেহারকে এই শব্দ ব্যাখ্যা করেছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। ইশতেহারে ক্ষমতায় গেলে ২২ লাখ চাকরি ও গরিব কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৭২ হাজার টাকা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন সোনিয়া গান্ধী, মনমোহন সিং, প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা।
কংগ্রেস নেতা এবং দেশটির সাবেক অর্থমন্ত্রী পি চিদম্বরম জানান, কর্মসংস্থান, কৃষি এবং মহিলাদের সুরক্ষা- গত পাঁচ বছরে এই তিনটি বিষয়ে পিছিয়েছে দেশ। তাই দেশকে আবার উন্নতির রাস্তায় ফিরিয়ে নিয়ে যেতে গত এক বছর ধরে তৈরি করা হয়েছে কংগ্রেসের নির্বাচনী ইশতেহার।
ক্ষমতায় এলেই বেহাল কর্মসংস্থানের হাল ফেরাতে দেশের ২২ লাখ সরকারি শূন্যপদে চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন রাহুল।পাশাপাশি নিজের ন্য়ায় প্রকল্পের মাধ্যমে দেশের গরিবদের অ্যাকাউন্টে বছরে ৭২ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে দেশের গরিব এবং কৃষকেরা পাঁচ বছরে তিন লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন বলে ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে জানিয়েছেন তিনি। কংগ্রেসের দাবি, এর ফলে উপকৃত হবে দেশের প্রায় পাঁচ কোটি দরিদ্র মানুষ।
এই নির্বাচনে যে দেশের কৃষকরা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারেন এবং তাঁদেরকে লক্ষ্য করেই নিজেদের ভোটের ঘুঁটি সাজাচ্ছে কংগ্রেস তা স্পষ্ট কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে। রাহুলের প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে দেশের কৃষকরা কৃষিঋণ শোধ করতে না পারলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে না, তাদের নিয়ে আসা হবে দেওয়ানি মামলার আওতায়। একই সঙ্গে ক্ষমতায় এনে পুরো জিএসটি ব্যবস্থা ঢেলে সাজানো হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।
Share this content: