জাতীয়বাংলাদেশলিড নিউজ

এরশাদের সঙ্গে বার্নিকাটের একান্ত বৈঠক

এবিএনএ : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট। শুক্রবার সকাল ১১টার দিকে এরশাদের বারিধারার বাসভবনে যান মার্কিন রাষ্ট্রদূত। প্রায় দেড় ঘণ্টা জাপা চেয়ারম্যানের সঙ্গে একান্তে বৈঠক করেন তিনি। এরশাদের ব্যক্তিগত সচিব মেজর (অব.) খালেদ আক্তার বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাপা চেয়ারম্যান ও মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে একান্ত বৈঠক হয়েছে। তৃতীয় কেউ উপস্থিত ছিলেন না। তাই তাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা জানেন না বলে দাবি করেন খালেদ আক্তার। প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদের সঙ্গে যোগাযোগ করেও বৈঠকের বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।

বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে জাপা চেয়ারম্যানের বৈঠকে সাধারণত দলটির কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার উপস্থিত থাকেন। কিন্তু সকালের বৈঠকে তাদের দুজনের কেউই ছিলেন না। তাই বৈঠকের আলোচ্য সূচি সম্পর্কে তারাও কিছুই জানাতে পারেননি।

জিএম কাদের বলছেন, বৈঠকের আলোচনা সম্পর্কে তার কোন ধারণা নেই। তবে কয়েকজন জাপা নেতা জানিয়েছেন, তাদের ধারণা শুধু সৌজন্য সাক্ষাত ছিল এরশাদ-বার্নিকাটের বৈঠক। বারবার অবস্থান বদলের জন্য আলোচিত-সমালোচিত রাজনৈতিক চরিত্র এরশাদ। গত নির্বাচনের আগে তিন কয়েক দফা মত বদল করেন। প্রথমে ভোটে অংশ নেওয়ার ঘোষণা দিয়েও পরে সরে দাঁড়ান। কিন্তু নির্বাচনের পর অবস্থান পাল্টে সরকারে যোগ দেন। ভোট ঘনিয়ে আসায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের গতিপ্রকৃতি গূরত্বপূর্ণ বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ১০ বছর আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে থাকলেও তার ভবিষ্যত গন্তব্য নিশ্চিত নয়। জাপা নেতারাই বলছেন, শেষ পর্যন্ত তাদের দল কী করবে এখনই বলা যাচ্ছে না। এমন সময়ে এরশাদের সঙ্গে মার্কিন দূতের বৈঠক নতুন আলোচনা সৃষ্টি করেছে।

Share this content:

Related Articles

Back to top button