
এবিএনএ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। প্রেসিডেন্ট ট্রাম্পের ‘এসাইলাম পলিসি’র বিরুদ্ধে মঙ্গলবার রায় দেন একজন ফেডারেল জজ। এরপর ওই জজকে ‘ওবামা বিচারক’ হিসেবে অভিহিত করেন ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি কড়া বক্তব্য দিয়েছেন।
জন রবার্টস বলেছেন, আমাদের কোনো ওবামা বিচারক নেই, ট্রাম্প বিচারক নেই, বুশ বিচারক নেই, ক্লিনটন বিচারক নেই। আমাদের যা আছে একদল উৎসর্গিত বিচক্ষণ বিচারক। তারা তাদের সর্বোচ্চ দিয়ে সম-অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন। এদিকে, নিজের বক্তব্যের পক্ষে অটল রয়েছেন ট্রাম্প। তিনি প্রধান বিচারপতির মন্তব্যকে ভুল বলে অভিহিত করেছেন। প্রসঙ্গত, এই প্রথম প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে কথা বললেন দেশটির প্রধান বিচারপতি।
Share this content: