এবার নিজ দলের নেতাদের প্রতি ট্রাম্পের কটূক্তি

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর এক মাসও বাকি নেই। তারপরও বিতর্ক থেকে নিজেকে আড়াল করতে পারছেন না রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, নির্বাচনে জেতার জন্য ডেমোক্রেটরা নয় বরং তার নিজের দল রিপাবলিকানরাই তার শত্রু হয়ে দাঁড়িয়েছে।
রিপাবলিকান পার্টির নেতা পল রায়ানের সমর্থন হারানোর পর তাকে দুর্বল ও অকার্যকর একজন নেতা বলে উল্লেখ করার পাশাপাশি ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী জন ম্যাককেইনকেও নোংরা মুখো বলে গালি দিয়েছেন।
কিন্তু তাতে ক্ষতিই হচ্ছে ট্রাম্পের। একদিকে যেমন সমর্থন হারাচ্ছেন, অন্যদিকে, রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে এবার তার বিরুদ্ধে বিক্ষোভও করলো পার্টির সমর্থকরা।
তাদেরই একজন বিবিসিকে বলেছেন, “ডোনাল্ড ট্রাম্প একজন যৌন শিকারির মতো আচরণ করেন। রিপাবলিকান পার্টি যে বিকৃত দানব তৈরি করেছে তাদের উচিত তার দায়িত্ব নেয়া।”
তবে, ট্রাম্পের বিতর্কিত হওয়ার ঘটনা এটা প্রথম নয়, নির্বাচনে প্রার্থী হওয়ার আগে থেকেই নানা মন্তব্যের মাধ্যমে বিভিন্ন সময় বিতর্কের জন্ম দিচ্ছিলেন তিনি।
Share this content: