এবিএনএ : এবার ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে কুমিল্লার কোটবাড়িতে একটি বাড়ি ঘিরে ফেলেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স-ন্যাশনাল ক্রাইম ইউনিট।
বুধবার বিকাল সাড়ে চারটার দিকে সদর দক্ষিণ থানার কোটবাড়ির গণ্ডা মূর্তি এলাকায় ওই বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। পুলিশের সন্দেহ বাড়িটিতে জঙ্গিরা অবস্থান করছে।
কুমিল্লার পুলিশ সুপার শাহ আবেদ হোসাইন ঢাকাটাইসকে বিষয়টি নিশ্চিত করেন। আজ সকালে মৌলভীবাজারেও জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সেখানে গোলাগুলির খবর পাওয়া গেছে।
এর আগে সিলেটের শিববাড়ীতে আতিয়া মহল নামের একটি পাঁচতলা বাড়িতে শনিবার থেকে চার দিন ধরে জঙ্গিবিরোধী অভিযান চালায় সেনাবাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় ওই অভিযান শেষ হয়। আতিয়া মহলে চারজন জঙ্গি নিহত হয় বলে পুলিশ জানায়।
বিস্তারিত আসছে…
Share this content: