আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ

এ মাসেই ষোড়শ সংশোধনী রায় বাতিল চেয়ে রিভিউ

এবিএনএ : সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতাসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া পুরো রায় বাতিল চেয়ে রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, রিভিউয়ের প্রস্তুতি চলছে।

এ মাসেই রিভিউ আবেদন করা হবে। আজ শনিবার দুপুর ২টায় সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

দুপুর পৌনে ১২টার দিকে এ বৈঠক শুরু হয়েছিল। বৈঠকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, মমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, একরামুল হক টুটুল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, মাসুদ হাসান চৌধুরী, খন্দকার দিলিরুজ্জামান, অমিত তালুকদার, সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। রিভিউয়ের বিষয়ে বিভিন্ন আইনগত দিক নিয়ে পর্যালোচনা করা হয় বৈঠকে।

Share this content:

Related Articles

Back to top button