আন্তর্জাতিকলিড নিউজ

ইরানে প্রতি ঘন্টায় আক্রান্ত অর্ধশতাধিক, ১০ মিনিটে প্রাণ হারাচ্ছেন একজন

এবিএনএ : মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে ভয়াবহ রূপ ধারণ করেছে করোনা ভাইরাস। এরমধ্যে সবথেকে বড় আঘাত এসেছে ইরানের ওপর। দেশটিতে প্রতি এক ঘন্টায় করোনায় আক্রান্ত হচ্ছেন কমপক্ষে ৫০ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বৃহ¯পতিবার এক টুইটে এ খবর জানান।
এতে তিনি বলেন, সম্প্রতি পাওয়া তথ্যানুযায়ী ইরানে প্রতি ঘন্টায় ৫০ জন হারে বৃদ্ধি পাচ্ছে করোনা রোগির সংখ্যা। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতি ১০ মিনিটে একজন প্রাণ হারাচ্ছেন দেশটিতে। এমন অবস্থায় ইরানের পাশে এসে দাঁড়িয়েছে দেশটির আঞ্চলিক প্রতিবেশি রাষ্ট্রগুলো। এরমধ্যে রয়েছে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র সৌদি আরবও।
এছাড়া আরেক আরব রাষ্ট্র কুয়েত ১০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য করছে ইরানকে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফকে টেলিফোনে সহমর্মিতা জানিয়েছেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী সাবাহ খালেদ আল-সাবাহ। এছাড়া, সংযুক্ত আরব আমিরাত ৩২ মেট্রিক টন চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে ইরানে।

Share this content:

Back to top button