
এবিএনএ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমপিচমেন্টের অযোগ্য বলে মন্তব্য করেছেন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। একটি মার্কিন দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে পেলোসি বলেন, ‘উনি দেশ চালানোর জন্য একেবারেই উপযুক্ত নন। কিন্তু তাই বলে তাকে ইমপিচও করা যায় না। কারণ উনি সেটারও যোগ্য নন।’
একথার ব্যাখ্যা দিয়ে পেলোসি জানান, ‘আমি ইমপিচমেন্টের পক্ষে নই। এটাই একটা খবর। আমি আর কোনো কাগজকে এত দিন এ কথা বলিনি। আপনারা জিজ্ঞেস করলেন, তাই বলছি। আমিও এটা নিয়ে ভাবছিলাম। ইমপিচমেন্ট এমন একটা ব্যাপার, যা নিয়ে দেশ দু’ভাগে ভাগ হয়ে যেতে পারে। তাই এমন একটা পদক্ষেপ তখনই করা যায় যখন তেমন গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় আসে। ট্রাম্পের জন্য দেশ দু’ভাগ হয়ে যাবে, এটা ভাবাই যায় না। উনি স্রেফ এর যোগ্য নন।’
পেলোসি বলেন, ‘নৈতিকভাবে, বৌদ্ধিক দিক থেকে এবং আগ্রহের বিষয় হয়ে ওঠার ক্ষেত্রে ট্রাম্প একেবারেই অযোগ্য। আমেরিকার প্রেসিডেন্ট পদে ওকে মেনে নেওয়া যায় না।’ এর আগেও মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করেছেন পেলোসি। তবে বিশেষজ্ঞদের মতে, এ বারের মতো ধারালো আক্রমণ স্পিকারকে আগে করতে দেখা যায়নি। এর আগে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়ে মার্কিন প্রতিনিধি পরিষদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। এ নিয়ে এক মাসেরও বেশি সময় ধরে অচলাবস্থা বিরাজ করে মার্কিন ফেডারেল সরকারে। শেষ পর্যন্ত দেয়াল নির্মাণের অর্থ পেতে জরুরী অবস্থা জারি করলেও প্রেসিডেন্ট ট্রাম্প এখনো সেই অর্থ হাতে পাননি।
Share this content: