আন্তর্জাতিকলিড নিউজ

ইতালিতে পদদলিত হয়ে নিহত ৬; আহত অর্ধশত

এবিএনএ: ইতালিতে পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো প্রায় অর্ধশত লোক। স্থানীয় সময় শনিবার ভোরে দেশটির পূর্বাঞ্চলীয় কোরিনাল্ডো শহরের একটি নাইট ক্লাবে এ ঘটনা ঘটেছে। দেশটির ‘সিভিল প্রটেকশন এজেন্সি’ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, নাইট ক্লাবের ভিতর মরিচের গুড়ো স্প্রে করা হয়। এরপর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়লে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। ক্লাবটির নাম লেন্টার্না আজ্জুরা। জানা গেছে, র‌্যাপার সাফার ইব্বাস্টা নামের প্রতিষ্ঠান ক্লাবটিতে কনসার্টের আয়োজন করে। সেখানে প্রায় এক হাজার মানুষ সমবেত ছিল বলে মনে করা হচ্ছে।

Share this content:

Related Articles

Back to top button