এবিএনএ: সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ইউএস ওপেন জিতলেন কানাডার ১৯ বছর বয়সী টেনিস তারকা বিয়াঙ্কা আন্দ্রেস্কু। টেনিসের ইতিহাসে প্রথমবার কোনো কানাডিয়ান জিতলেন গ্র্যান্ড স্লাম শিরোপা। আর ২০০৪ সালে মারিয়া শারাপোভার উইম্বলডন জয়ের পর প্রথমবার কোনো টিনএজারের হাতে উঠলো গ্র্যান্ড স্লাম।
শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লাশিং মিডোতে অনুষ্ঠিত ফাইনালে ২৩ গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনাকে সরাসরি ৬-৩, ৭-৫ গেমে হারান ১৫তম বাছাই আন্দ্রেস্কু। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের পর তিনি বলেন, ‘স্বপ্নের মতো একটা বছর কাটালো এবার। সেরেনার মতো লেজেন্ডকে হারিয়ে ট্রফি জেতা, সত্যিই অবিশ্বাস্য ব্যাপার।’
৩৭ বছর বয়সী সেরেনা আন্দ্রেস্কুকে হারালেই মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলতেন। কিন্তু গত বছরের মতো এবারো ইউএস ওপেনের ফাইনালে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো সেরেনাকে। ২০১৮ সালের ফাইনালে তিনি হেরে গিয়েছিলেন জাপানের নওমি ওসাকাকে। সব মিলিয়ে গত দুই বছরে চারটি গ্র্যান্ড স্লাম ফাইনালে হারলেন সেরেনা।
Share this content: