
এবিএনএ : আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই পদে তাঁর নাম প্রস্তাব করেছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। সেটাই হচ্ছে বড় চমক।
নবনির্বাচিত এই নেতা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা চমকের কথা শুনেছিলেন। সম্মেলনে আমার নাম প্রস্তাব করেছেন সৈয়দ আশরাফুল ইসলাম। সেটাই হচ্ছে বড় চমক। শেখ হাসিনার নেতৃত্বের ম্যাজিক পাওয়ার।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আজকে মন্ত্রিসভায় সৈয়দ আশরাফুল ইসলামকে দেখলাম। তিনি একদম বিচলিত নন। তাঁর মধ্যে কোনো হতাশা নেই। তিনি এটাকে স্বাভাবিক হিসেবে নিয়েছেন। এটাই আওয়ামী লীগের সৌন্দর্য।’ সৈয়দ আশরাফকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, সৈয়দ আশরাফের সাত বছরের নির্দেশনা থেকে পাওয়া অভিজ্ঞতা নিয়ে তিনি কাজ করে যাবেন। তাঁর সঙ্গে মতান্তর হতে পারে। কিন্তু মনান্তর হবে না।
দলকে তৃণমূল পর্যন্ত আরও শক্তিশালী করতে চান বলে জানান আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। দুটি খারাপ কাজ ১০টি বড় অর্জনকে ম্লান করে দিতে পারে বলে তিনি মন্তব্য করেন।
আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির যোগ না দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিনন্দন জানিয়েছেন। সেটা মনেপ্রাণে জানিয়েছেন কি না জানি না। যদি তাঁরা সম্মেলনে আসতেন তাহলে বুঝতাম। তাঁরা কথা দিয়ে কথা রাখলেন না। সম্মেলনে না আসায় বুঝতে হবে এর মধ্যে “ডালমে কুছ কালা হ্যায়”।’
দলে কোনো বিভেদ আসবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমি জীবনে আঞ্চলিকতার রাজনীতি করিনি। সারা বাংলাদেশে দায়িত্ব নিয়ে কাজ করেছি। রাজনীতিতে আমাদের একটা “কমিটমেন্ট” আছে। আমরা এর বাইরে যেতে পারি না।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির, আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Share this content: