এবিএনএ : বেইজিংয়ের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরে জবরদস্তি ও ভয় দেখানোর অভিযোগ এনে তাদের হুমকির সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। দক্ষিণ-পূর্ব এশীয় সফরের প্রথম পর্বে সিঙ্গাপুরে দেওয়া ভাষণের সময় তিনি চীনকে আক্রমণ করে এসব কথা বলেন।
প্রতিবেদনে বলা হয়, বহু বছর ধরে আঞ্চলিক বিরোধের অন্যতম কেন্দ্রস্থল দক্ষিণ চীন সাগর। সাম্প্রতিক বছরগুলোতে চীন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঞ্চলটিকে নিজেদের শতাব্দী প্রাচীন অধিকার বলে ক্রমশ জোর দিয়ে আসছে। পাশাপাশি সেই দাবির সমর্থনে সেখানে তারা সামরিক উপস্থিতি বাড়াচ্ছে।

Share this content: