জাতীয়বাংলাদেশলিড নিউজ

আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

এবিএনএ : আজ সোমবার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। চট্টগ্রামে দিবসটি যথাযথভাবে পালনের জন্য শিশু একাডেমি চট্টগ্রাম-এর উদ্যোগে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- উদ্বোধনী অনুষ্ঠান, মানববন্ধন, সৃজনশীল প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গোল টেবিল বৈঠক ও পুরস্কার বিতরণ।
এ উপলক্ষে রবিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘সংকট দুর্যোগ যাই হোক শিশুশ্রম বন্ধ হোক’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সারাবিশ্বে আনুমানিক ২৫ কোটি শিশু সশস্ত্র সংঘাতপূর্ণ এলাকায় বসবাস করছে। প্রায় ৭ কোটি শিশু প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে। ১৬ কোটি ৮০ লক্ষ শিশু সংঘর্ষ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় শিশু শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছে। ৬ কোটি ৫০ শিশু সশস্ত্র সংঘাতে জড়িয়ে আছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোবায়দুর রশীদ।

Share this content:

Back to top button