
এবিএনএ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা পুরো আগস্ট মাসজুড়ে কালো ব্যাজ ধারণ করবে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের পুরো আগস্ট মাসজুড়ে কালো ব্যাজ ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়। সকল জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনকে অনুরূপ কর্মসূচি গ্রহণের বিষয়ে অবহিত করা হবে।
গৃহীত অন্যান্য কর্মসূচির উল্লেখযোগ্য হল-দপ্তর ও সংস্থাগুলোতে পতাকা অর্ধনমিতকরণ, ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিয়াম মিলনায়তনে জাতির পিতার জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠান ও কোরান খতম আয়োজন, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক রচনা প্রতিযোগিতা আয়োজন, সরকারি কর্মচারী হাসপাতাল কর্তৃক রক্তদান কার্যক্রম ও বিশেষ ক্যাম্প পরিচালনা করা। এছাড়া, ১৬ আগস্ট সচিবালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করা হবে।
Share this content: