
এবিএনএ: বাগেরহাটের মোড়েলগঞ্জ আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় বনগ্রাম ইউনিয়নের সেরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আ.লীগ আয়োজিত এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নারায়ন চন্দ্র বসু চৌধুরির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কেন্দ্রীয় আ.লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, উপ কমিটির সহ-সম্পাদক মিজানুর রহমান জনি, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু,
লায়ন সামছুল আলম, রাজশাহী বিশ্ব বিদ্যালয়েরর সাবেক ছাত্র নেতা সঞ্জিব রায়,জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার, মো. কামাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, জেলা আওয়ামী লীগ নেতা নজিবুল ইসলাম নজু, এ্যাড. মিলন ব্যানার্জী, অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. প্রবীর রঞ্জন হালদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক চেয়ারম্যান রিপন দাস, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এসএম সেলিম মোল্লাসহ ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।সভায় প্রধান অতিথি ডা. মোজাম্মেল হোসেন বলেন, আরো একবার আওয়ামী লীগকে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় না আনতে পারলে দেশ পিছিয়ে পড়বে। বাংলাদেশ আজ আন্তজাতিকভাবে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। তাই এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো সকলে নৌকা প্রতীকে ভোট দিবেন। বিডিটুডেস/আরএ/২০ ডিসেম্বর, ২০১৮
Share this content: