,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

অ্যাপলের জাদু দেখতে অপেক্ষা কয়েক ঘণ্টার

এ বি এন এ : আবার সেই মুহূর্ত সমাগত। আজ রাতেই (বাংলাদেশ সময় রাত ১১ টায়) নতুন আইফোন নিয়ে আসছে অ্যাপল। সঙ্গে আসছে আইওস-১০ অপারেটিং সিস্টেম-সহ আরও অনেক কিছু। অনুষ্ঠানটি হবে সানফ্রানসিস্কোর বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে। সাংবাদিক, প্রযুক্তি বিশেষজ্ঞ, সাধারণ দর্শক মিলিয়ে হাজির থাকবেন প্রায় সাত হাজার লোক। তার পরে অ্যাপলের সিইও টিম কুকের সেই মঞ্চাবতর। কী আসতে পারে? সব চেয়ে বেশি আকর্ষণ নতুন আইফোন নিয়ে। কেমন হতে পারে সে ফোন, এই নিয়ে টেক-মহলে বেশ কয়েক মাস ধরে জোরদার চর্চা চলছে। তার নির্যাস বলছে, আইফোন-৬-এর ধারা বজায় রেখেই নতুন দু’টি ফোন আনতে পারে অ্যাপল। কারও মতে তাদের নাম হবে আইফোন-৭ আর আইফোন-৭ প্লাস। প্লাসটি আকারে বড়। আবার কেউ কেউ বলছেন নাম হতে পারে আইফোন-৬ এস-ই। কারণ, আইফোন-৬এস-এর থেকে দর্শনে বিশেষ পরিবর্তন নাও করতে পারে অ্যাপল। নতুন ফোনে থাকবে কী? এই ফোনে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক থাকবে না। এটা অবশ্য বেশ পুরনো খবর। মোটোরোলার জেড-এ-ই ফোনটিতেই কোনও অডিও জ্যাক নেই। আইফোন-৭ প্লাসের পিছনে (যদি এই নামই হয়) না কি দু’টি ক্যামেরা থাকবে। নতুন আইফোন পানি-নিরোধক (ওয়াটার প্রুফ) হবে বলেও কারও কারও দাবি। তবে ১৬ জিবি এবং ৬৪ জিবি মোমোরি-র ফোন উঠে যাবে। অ্যাপলের এই ফোনের মেমোরি হবে ৩২ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি। এক সঙ্গে ‘ফোর্স টাচ ডিসপ্লে’ তে বড়সড় পরিবর্তন আনতে চলেছে অ্যাপল। রং-এর ক্ষেত্রেও নতুন খবর। কালো রঙের আইফোন সম্ভবত ফিরে আসতে চলেছে। তাও দু’ধরনের। প্রথা মানলে নতুন ফোনের সঙ্গে আসবে এ-১০ প্রসেসর। চলতি বছরের অক্টোবর থেকেই এদেশের বাজারে নতুন আইফোন পাওয়া যাবে। বাংলাদেশ সময় রাত ১১ টায়-এ অনুষ্ঠান শুরু হবে। আপনি ওই সাত হাজারের কেউ না হলেও চলবে। অ্যাপলের ওয়েবসাইট (www.apple.com) অনুষ্ঠানটির লাইভ স্ট্রিমিং হবে। যারা অ্যাপলের কোনও জিনিস ব্যবহার করেন (আইফোন, ম্যাকবুক, আইপ্যাড ইত্যাদি) তারা সাফারি ব্রাউজারে অনুষ্ঠানটি দেখতে পারেন। তবে আইওস-এর সংস্করণ-৭ থাকতে হবে। আর ম্যাক ওস-এর ক্ষেত্রে সাফারি-র ৬.০.৫ সংস্করণ থাকতে হবে। দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের অ্যাপল টিভি-তে সফটঅয়্যারটি-র ৬.২ সংস্করণে বা চতুর্থ প্রজন্মের অ্যাপল টিভিতে অনুষ্ঠানের স্ট্রিমিং দেখা যাবে। আর উউন্ডোজ-১০ ব্যবহার করলে এজ ব্রাউজারেও অনুষ্ঠানটি দেখা যাবে।

Share this content:

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Editor : Khondoker Niaz Ikbal
Executive Editor : Mehedi Hasan
E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag, 2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka. Usa. Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited