এ বি এন এ : ‘আইফোনরে মূল্য ‘জালয়িাতরি’ সঙ্গে অ্যাপল জড়তি’ মঙ্গলবার রাশয়িার করা এমন অভযিোগ অস্বীকার করে প্রতষ্ঠিানটি বলছে,ে খুচরা বক্রিতোরা তাদরে নজিদেরে মত করে মূল্য নর্ধিারণ করতে পারনে।
তার আগে, রাশিয়ার ফেডারেল অ্যান্টি মনোপোলি সার্ভিস (এফএএস) জানিয়েছিল, ২০১৫ সালের অক্টোবর মাসে, রাশিয়ায় আইফোন ৬ আর আইফোন ৬ প্লাসের মূল্য ‘অভিন্ন’-একজন গ্রাহকের এমন অভিযোগের ভিত্তিতে তারা মামলা দায়ের করেছেন। রাশিয়ার প্রায় ১৬টি প্রধান খুচরা বিক্রেতার থেকে এর সত্যতা নিশ্চিত করা হয়।
মার্কিন এই প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, “খুচরা বিক্রেতারা রাশিয়াসহ সারা বিশ্বে অ্যাপল পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করতে পারেন।”
তবে রয়টার্সের তথ্যমতে, অ্যাপল কোনোভাবে খুচরা বিক্রেতাদেরকে কোনো পণ্যের জন্য বিক্রয়মূল্য নির্ধারণে ‘বাধ্য’ করেছিল কিনা এফএএস তা তদন্ত করে দেখছে। এক অনুসন্ধানে দেখা গেছে, খুচরা বিক্রেতারা অ্যাপলের অন্যান্য বেশ কিছু মডেলের জন্য ‘অভিন্ন’ মূল্য নির্ধারণ করেন আর তা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান রাখেন।
Share this content: