আমেরিকালিড নিউজ

অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এবিএনএ: জাতিসংঘের অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইন্ডিয়ানাতে ন্যাশনাল রাইফেলে অ্যাসোসিয়েশনে দেওয়া ভাষণে এ ঘোষণা দিয়েছেন।
প্রচলিত অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণে জাতিসংঘে অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তিটি পাস হয় ২০১৩ সালে। এতে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে অস্ত্র রপ্তানি বন্ধ, সন্ত্রাসবাদ, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় ব্যবহৃত হতে পারে, এমন গন্তব্যে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ওবামা আমলে স্বাক্ষরিত ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, ‘আমার প্রশাসন কখনোই জাতিসংঘের অস্ত্র বাণিজ্য চুক্তি সংশোধন করবে না। আমরা আমাদের স্বাক্ষর ফিরিয়ে নেব। আমেরিকা এই চুক্তি প্রত্যাখ্যান করছে সে বিষয়ে আনুষ্ঠানিক নোটিস শিগগিরই জাতিসংঘ পাবে।’
তিনি বলেন, ‘আমার প্রশাসনের আওতাঅয় আমরা কখনোই আমেরিকার স্বার্বভৌমত্বকে অন্য কারো কাছে সমর্পণ করবো না। আমরা কখনোই বিদেশি সরকারি কর্মকর্তাদের আপনাদের স্বাধীনতার দ্বিতীয় সংশোধনীকে পদদলিত করতে দেব না। আমি আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি যে যুক্তরাষ্ট্র এই ভুল লক্ষ্যের চুক্তি স্বাক্ষরের প্রতিক্রিয়া থেকে ফিরে আসবে।’

Share this content:

Back to top button