বিনোদনলিড নিউজ

অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই

এবিএনএ : জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই। আজ মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি তিনি। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। অভিনেতা রওনক হাসান ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন তথ্য নিশ্চিত করেন। জানা যায়, আজ বেলা সোয়া ৩টার দিকে অচেতন অবস্থায় তাজিনকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় শুরুতেই লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। বেলা সোয়া চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাজিনকে মৃত ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর করেন তাজিন আহমেদ। তিনি দৈনিক ভোরের কাগজ, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন তিনি। আনন্দ ভুবন ম্যাগাজিনের কলামিস্টও ছিলেন এই অভিনেত্রী। পরে মার্কেন্টাইল ব্যাংকে জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

Share this content:

Back to top button