আন্তর্জাতিকলিড নিউজ

অবশেষে মুক্ত জীবনে বাবা মার কোলে খুদে ফুটবলাররা

এবিএনএ : থাই ১২ খুদে ফুটবলার ও তাদের কোচ আজ বুধবার হাসপাতাল থেকে রিলিজ পেয়েছে। এদিকে, আজ বিকেলেই তাদের নিয়ে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। এর পরে আজ সন্ধ্যায় তারা বাড়ি ফিরে যাবে বলে জানা গেছে। থাইল্যান্ডের চিয়াং রাইয়ের থেম লুয়াং গুহায় ১১ থেকে ১৬ বছর বয়সী ওই ১২ কিশোর ফুটবলার ও ২৫ বছর বয়সী তাদের কোচ প্রবল বর্ষণ ও বন্যার কারণে আটকে পড়ে। আর্ন্তজাতিক ও স্থানীয় উদ্ধারকর্মীদের সহায়তা প্রায় ২ সপ্তাহ পর তাদের উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হওয়ার পর তারা চিয়াং রাইয়ের একটি হাসপাতালে ছিল। এদিকে, আজ বুধবার ওই ফুটবল দলকে নিয়ে ‘থাইল্যান্ড মুভ ফরোয়ার্ড’ নামের  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনটি থাইল্যান্ডের জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার জন্য থাই সরকার ৪৫ মিনিট বরাদ্দ করে দিয়েছে বলে জানা গেছে। এর আগে হাসপাতালে কিশোরদের সামনে ডুবুরি সামানের একটি ছবি রাখা হয় বলে জানা গেছে। তাদের জানানো হয়, ইনি হলেন সেই ডুবুরি যিনি তোমাদেরকে উদ্ধার করতে গিয়ে প্রাণ দিয়েছেন। এ কথা শোনার পর নিজেদের আর দমিয়ে রাখতে পারেনি কিশোর ছেলেরা।  ছবির সামনে দাঁড়িয়েতারা কান্নায় ভেঙে পড়ে।

Share this content:

Back to top button