কোহলির ভুল লাইক ঘিরে তোলপাড়, আলোচনায় যিনি—অভিনেত্রী অভনীত কৌর কে?
ইনস্টাগ্রামে তরুণী অভিনেত্রীকে ‘ভুলবশত লাইক’, কোহলির ব্যাখ্যা মানতে নারাজ নেটিজেনরা, কে এই অভনীত কৌর?

এবিএনএ: সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। এবার কারণ এক তরুণী অভিনেত্রীর ছবিতে দেওয়া এক ‘ভুল লাইক’।
ঘটনার সূত্রপাত, যখন কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী অভনীত কৌর–এর একটি ছবিতে লাইক পড়ে। এরপর নেটিজেনদের মাঝে শুরু হয় চর্চা। অনেকেই প্রশ্ন তোলেন, সত্যিই কি এটি ছিল ‘ভুলবশত’?
কোহলি অবশ্য এ বিষয়ে দ্রুত প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “ইনস্টাগ্রামের অ্যালগরিদম পরিবর্তনের ফলে অজান্তেই লাইক পড়ে গেছে।” তবে তার এই ব্যাখ্যা মানতে নারাজ অনেকেই। বরং তারা এই ঘটনাকে ঘিরে মজার মিম, ভিডিও ও মন্তব্য ছড়িয়ে দিচ্ছেন অনলাইনে।
অভনীত কৌর কে?
এই বিতর্কে নাম জড়িয়ে যাওয়ার পর অনেকেই জানতে আগ্রহী হয়েছেন, কে এই অভনীত কৌর?
অভনীত কৌর ছোটবেলা থেকেই বিনোদনের জগতে পরিচিত মুখ। ‘ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টারস’ প্রতিযোগিতার মাধ্যমে তার পথচলা শুরু, এরপর একে একে ‘ঝলক দিখলা যা’, ‘ডান্স কে সুপারস্টার’ সহ আরও কয়েকটি রিয়েলিটি শো-তে অংশ নেন তিনি।
ধারাবাহিকে তার প্রথম কাজ ছিল ‘মেরা মা’ নাটকে। এরপর একে একে অভিনয় করেন ‘সাবিত্রী এক প্রেম কাহানি’, ‘আলাদ্দিন—নাম তো সুনা হোগা’ এবং কিছু জনপ্রিয় ওয়েব সিরিজে। তার অভিনীত কিছু উল্লেখযোগ্য সিরিজ হলো— ‘বাব্বর কা তাব্বর’, ‘বন্দিশ বন্ডিত’ এবং ‘পার্টি টিল আই ডাই’।
বলিউড ও হলিউডে অভনীত
২০১৪ সালে ‘মারদানি’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন অভনীত। এরপর ‘মারদানি ২’, ‘টিকু ওয়েডস শেরু’ ও ‘লাভ অ্যারেঞ্জ ম্যারেজ’-এও দেখা যায় তাকে।
শুধু বলিউড নয়, অভনীত কৌরের পথ এখন হলিউড পর্যন্ত বিস্তৃত। তিনি অভিনয় করছেন ‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকোনিং’ সিনেমায়, টম ক্রুজের সঙ্গে। ছবিটি ১৭ মে ভারতে ও ২৩ মে বিশ্বব্যাপী মুক্তি পাবে।
সমাপ্তি
একটি ‘লাইক’ কীভাবে বড় বিতর্কে রূপ নেয়, সেটি ফের প্রমাণ করল এই ঘটনা। তবে এতে লাভবান হচ্ছেন অভনীত কৌর— কারণ, এক লাইকেই বহু মানুষ এখন খুঁজছেন তাঁর নাম।
Share this content: