জাতীয়লিড নিউজ

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: মৃত্যু ২০ জনে পৌঁছেছে, আহত ১৭১ জন

উত্তরার মাইলস্টোন কলেজ ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেল ২০ জনের, আহত বহু শিক্ষার্থী ও কর্মী।

এবিএনএ:  রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। আহত হয়েছেন আরও ১৭১ জন মানুষ। দুর্ঘটনার পর পরই উদ্ধার তৎপরতায় নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

সোমবার (২১ জুলাই) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। কিছু সময় পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়ে।

বিমান বিধ্বস্তের পর কলেজের একাধিক ভবনে আগুন ধরে যায় এবং বহু শিক্ষার্থী ও কর্মকর্তা হতাহত হন। দুর্ঘটনার পরই আহতদের স্থানীয় হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়।

আইএসপিআরের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা বিকট শব্দে কলেজ ভবন কেঁপে ওঠে এবং মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। এরপর আতঙ্কে শিক্ষার্থী ও শিক্ষকরা ছুটোছুটি করতে থাকেন।

সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও র‍্যাব সদস্যরা এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। দুর্ঘটনাস্থলে সাধারণ মানুষকে ভিড় না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button