তৃষ্ণার জোড়া আঘাতে উড়লো ভুটান, অপরাজিত বাংলাদেশ শীর্ষে অটুট
Sub-Title: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ নারী দল


এবিএনএ: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় টুর্নামেন্টের দ্বিতীয় দেখায় ফের ভুটানকে হারিয়ে দিয়েছে লাল-সবুজের মেয়েরা। বুধবারের ম্যাচে প্রতিপক্ষকে ৩-০ গোলে উড়িয়ে দেয় স্বাগতিক বাংলাদেশ, যেখানে তৃষ্ণা রানীর জোড়া গোল ম্যাচে পার্থক্য গড়ে দেয়।
প্রথমার্ধের ৩৩তম মিনিটে গোলের সূচনা করেন তৃষ্ণা রানী। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ দল। ৬৫ মিনিটে দ্বিতীয়বার জাল খুঁজে নিয়ে ব্যবধান বাড়ান তৃষ্ণা। এরপর ৭৪ মিনিটে স্বপ্না রানীর নিখুঁত ফিনিশিংয়ে নিশ্চিত হয় বড় জয়।
এই ম্যাচে জয় পাওয়ার মাধ্যমে বাংলাদেশ টানা চতুর্থ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট অর্জন করলো এবং তালিকার শীর্ষে নিজেদের অবস্থান আরও দৃঢ় করল।
এর আগে ভুটানের বিপক্ষেই প্রথম দেখায় বাংলাদেশ ৪-১ গোলে জয় পেয়েছিল। তবে আজকের জয় ছিল আরও বেশি নিয়ন্ত্রিত ও আত্মবিশ্বাসী। মাঠে লড়াইয়ে মেয়েদের গতি, আক্রমণ ও রক্ষণভাগের সমন্বয় ছিল প্রশংসনীয়।
সাফ টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও এমন পারফরম্যান্স ধরে রাখতে পারলে শিরোপার পথ সুগম হবে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী দলের জন্য। এখন দেশের ক্রীড়াপ্রেমীদের নজর থাকবে পরবর্তী ম্যাচগুলোর দিকে, যেখানে দলের আত্মবিশ্বাস আরও জোরালো হয়ে উঠবে এই জয়ের ধারাবাহিকতায়।