যাত্রাবাড়ী হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তৌহিদ আফ্রিদিকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি।


এবিএনএ: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আসাদুল হক বাবু হত্যার ঘটনায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে আদালত।
সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে তৌহিদ আফ্রিদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ তার ৭ দিনের রিমান্ড চাইলেও আদালত শেষ পর্যন্ত ৫ দিন মঞ্জুর করেন। অপরদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেছিল।
শুনানির সময় আদালতে আনা হলে আফ্রিদিকে নিরাপত্তাজনিত কারণে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয়। তবে আদালতের ভেতরে প্রবেশের আগে গরমের কারণে তা খুলে দেওয়া হয়।
এর আগে গত রোববার রাতে সিআইডির একটি বিশেষ দল বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে। তার বাবা নাসির উদ্দিন সাথীকে গুলশান থেকে গ্রেপ্তারের পর এ মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষ অভিযোগ করে যে, তৌহিদ আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে সরকারের প্রচারণা চালিয়েছেন এবং ছাত্র-জনতার ওপর হামলা ঢেকে রাখার চেষ্টা করেছেন। অপরদিকে আসামিপক্ষ দাবি করে, আফ্রিদিকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, তিনি আন্দোলনরত ছাত্রদের পাশে ছিলেন।
শুনানি চলাকালে আদালতকক্ষে আবেগপ্রবণ হয়ে পড়েন আফ্রিদির ফুফু নাজনীন আক্তার। তিনি কাঁদতে কাঁদতে বলেন, “আমার আফ্রিদি কিছু করেনি, ও নির্দোষ।” এ সময় পরিবারের অন্য সদস্যরা তাকে শান্ত করার চেষ্টা করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মো. আসাদুল হক বাবু গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই বছরের ৩০ আগস্ট নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। সেখানে নাসির উদ্দিনকে ২২ এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি করা হয়।