ভালোবাসা দিবসে মেক্সিকোতে গণবিয়ে


এবিএনএ : ভালোবাসা দিবস উপলক্ষে মেক্সিকোতে আয়োজন করা হয় গণবিয়ে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির শহরতলিতে জড়ো হয়েছিলেন ৬৬১ জুটি। আর সেখানেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দেশটির সিউদাত নেজাহুয়ালসয়তল শহরের কাউন্সিল কর্মকর্তা মারিয়া দারিঙ্কা রেনডন বলেন, গণবিয়েতে খুবই আবেগঘন পরিবেশ তৈরি হয়। এর প্রত্যক্ষদর্শী হিসেবে তারাও আনন্দিত। মারিয়া আরও বলেন, ৬৬১ জনের জন্য গণবিয়ের আয়োজন করাটা চ্যালেঞ্জিং ছিল। পারিবারিক বিয়ের মতো আন্তরিকতার কিছুটা অভাব থাকলেও গণবিয়েতে বিনা মূল্যে বিয়ের সনদ দেওয়া হয়। এটা একটা বড় সুবিধা।’
মেক্সিকো সিটির স্থায়ী বাসিন্দা ৪০ বছর বয়সী জোনাথন গার্সিয়া বলেন, এর আগে এভাবেই আমার দুই বোনের বিয়ে হয়েছে। আমরা দেখলাম, এভাবে বিয়ে করেই অনেক সুখী ছিল তারা। গণবিয়ের সময় সবার চোখে ছিল পানি। তবে তা আনন্দের। মাস্ক পরা মুখেও হাসির ছাপ ছিল।
Share this:
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp