জাতীয়বাংলাদেশলিড নিউজ

চট্টগ্রামে আগুনে চার বস্তি পুড়ে ছাই

এবিএনএ : চট্টগ্রামে বস্তির আগুন থামছেই না। গত সপ্তাহে মীর্জাপোল বস্তিতে দুই দফা আগুনের পর সোমবার (৩ ফেব্রুয়ারি) একসঙ্গে পুড়েছে চারটি বস্তির কয়েকশ ঘর। ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ ভোরে নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকার বস্তিতে আগুন লাগে। তবে সে আগুন এখন তাদের নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আগুনে চারটি বস্তি পুড়ে গেছে। সেগুলো হলো-কাঁচারি লেইন বস্তি, এসআরবি বড় মাঠ বস্তি, এসআরবি ছোট মাঠ বস্তি ও রেললাইন বস্তি।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বলেন, ‘আমরা ৫টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন চলছে ডাম্পিংয়ের কাজ।’ তিনি বলেন, বস্তির সবগুলো ঘরই কাঁচা, তাই এখনও ক্ষয়ক্ষতির সঠিক হিসাব হাতে আসেনি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button