খেলাধুলা

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার

এবিএনএ : শ্রীলঙ্কার ডাম্বুলায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। বাংলাদেশের ব্যাটিংয়ের মধ্যদিয়ে ম্যাচ শুরু হবে দুপুর ৩টায়। আজ অভিষেক হচ্ছে মেহেদি হাসান মিরাজের।
ডাম্বুলাতে বাংলাদেশের কোনও সুখস্মৃতি না থাকলেও সমস্যা নেই। সর্বশেষ তিন ম্যাচের সবকটিই লঙ্কানরা হেরেছে ডাম্বুলাতে। যদিও শততম ম্যাচটি হেরে খানিকটা তেতে আছে লঙ্কান ক্রিকেটাররা।
বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি মানসিক ভাবেও অনেকখানি এগিয়ে থেকে মাঠে নামার সুযোগ পাবে মাশরাফিরা। কেননা বাংলাদেশের বিপক্ষে কলম্বোতে শততম টেস্ট ম্যাচটি হেরে যাওয়ার পর এমনিতেই লঙ্কান সংবাদ মাধ্যম তাদের ক্রিকেটকে মৃত ঘোষণা করেছে!
বাংলাদেশ স্কোয়াডে থাকছে তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন ও মুস্তাফিজুর রহমান।
অন্যদিকে লঙ্কান স্কোয়াডে মাঠে নামবে গুনাথিলাকা, উপল থারাঙ্গা, বিকেজি মেনডিস, চান্ডিমাল, গুনারত্নে, সিরিওয়ার্দানা, পাথিরানা, পেরেরা, লাকমাল, পেডলর সানদাকান ও কুমারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button