জাতীয়বাংলাদেশলিড নিউজ

রাজধানীতে বিআরটিসির ডিপোতে আগুনে পুড়ল ১১ বাস

এবিএনএ : রাজধানীতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসির বাস ডিপোতে আগুনে পাঁচটি দ্বিতল বাসসহ ১১টি পুড়ে গেছে।শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ রুমের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান জানান, শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বিআরটিসির বাস ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে আগুনে বিআরটিসির পাঁচটি দ্বিতল বাসসহ ১১টি বাস পুড়ে গেছে। বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া জানান, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। এই আগ্নিকাণ্ডের সূত্র কোথা থেকে বা এর পিছনে কোনো গাফিলতি আছে কি না, এটি অবশ্যই দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button