আইন ও আদালতজাতীয়
সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে অফিস চলবে নতুন সময়সূচিতে
৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বার্ষিক অবকাশে হাইকোর্টে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে কার্যক্রম, জরুরি মামলার জন্য বিশেষ বেঞ্চ নির্ধারণ।


এবিএনএ: বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার্ষিক অবকাশকালীন সময়ে অফিসের সময়সূচি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে এই অবকাশ চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবকাশকালীন সময়ে হাইকোর্ট বিভাগে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস চলবে।
এ ছাড়া জরুরি মামলার শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে নির্দিষ্ট বিচারিক এখতিয়ারসহ বিশেষ বেঞ্চ এবং আপিল বিভাগে চেম্বার কোর্ট গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
আইনজীবী মহল মনে করছেন, নতুন সময়সূচি অবকাশকালেও জরুরি মামলার কার্যক্রমে গতি আনবে এবং ন্যায়বিচার প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ হবে।