বিনোদন

সুপারম্যান ফিরছে নতুন রূপে: ২০২৭ সালে মুক্তি পাবে সিক্যুয়েল ‘ম্যান অফ টুমরো’

জেমস গানের পরিচালনায় তৈরি হচ্ছে সুপারম্যানের নতুন সিক্যুয়েল, যেখানে লেক্স লুথরের সঙ্গে সরাসরি সংঘাতে নামবেন ডেভিড কোহেনসওয়েটের সুপারম্যান।

এবিএনএ: ডিসি স্টুডিওস আবারও নিয়ে আসছে তাদের জনপ্রিয় সুপারহিরো সিনেমা সুপারম্যান-এর সিক্যুয়েল। স্টুডিও প্রধান জেমস গান জানিয়েছেন, নতুন সিনেমার নাম হবে ‘ম্যান অফ টুমরো’, যা ২০২৭ সালের ৯ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে।

জেমস গান তাঁর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ঘোষণা দিয়ে জানিয়েছেন, এবারও সুপারম্যান চরিত্রে থাকছেন অভিনেতা ডেভিড কোহেনসওয়েট

লেক্স লুথরের সঙ্গে সরাসরি লড়াই

নতুন সিনেমার মূল আকর্ষণ হবে সুপারম্যান ও তার চিরশত্রু লেক্স লুথরের মুখোমুখি সংঘাত। কমিক বইয়ের একটি ছবি শেয়ার করে জেমস গান ইঙ্গিত দিয়েছেন, এবার লুথর নিজেই অত্যাধুনিক স্যুট পরে সুপারম্যানের বিপক্ষে যুদ্ধ করবেন। আগের ছবিতে তিনি ক্লোন ব্যবহার করে ব্যর্থ হয়েছিলেন।

পরিচালনা ও চিত্রনাট্য

চিত্রনাট্য রচনা এবং পরিচালনার দায়িত্বও নিজেই সামলাবেন জেমস গান।

আগের সিনেমার সাফল্য

এ বছরের ১১ জুলাই মুক্তি পাওয়া সুপারম্যান বিশ্বজুড়ে আয় করেছে প্রায় ৬১১ মিলিয়ন মার্কিন ডলার। এর ফলে এটি বছরের সর্বোচ্চ আয় করা সুপারহিরো সিনেমার তালিকায় স্থান করে নিয়েছিল।

ডিসি ইউনিভার্সের অন্যান্য প্রজেক্ট

‘ম্যান অফ টুমরো’ মুক্তির আগে ডিসি ইউনিভার্স আরও দুটি বড় প্রজেক্ট নিয়ে আসছে। ২০২৬ সালে মুক্তি পাবে সুপারগার্ল (অভিনয়ে মিলি অ্যালকক) এবং জেমস ওয়াটকিন্স পরিচালিত হরর ফিল্ম ক্লেফেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button