বিনোদন

অ্যাকশন-কমেডি অবতারে চমকে দিচ্ছেন সানিয়া মালহোত্রা!

সিরিয়াস চরিত্রের গণ্ডি পেরিয়ে এবার রঙিন অ্যাকশন ও হাস্যরসের মিশেলে নতুন ভূমিকায় হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা

এবিএনএ: সিরিয়াস ও ড্রামাটিক চরিত্রে সাবলীল অভিনয় দেখিয়ে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন সানিয়া মালহোত্রা। ‘দঙ্গল’ দিয়ে যাত্রা শুরু করা এই অভিনেত্রী এরপর একের পর এক সিনেমায় নিজেকে নতুন রূপে মেলে ধরেছেন—‘সিক্রেট সুপারস্টার’ থেকে শুরু করে ‘জওয়ান’, ‘লাভ হস্টেল’ কিংবা ‘হিট’-এর মতো ছবিতে। এবার নিজেকে ভাঙার আরেক সাহসী উদ্যোগ নিয়েছেন তিনি।

সম্প্রতি ঘোষণা এলো—সানিয়া এবার অভিনয় করছেন সম্পূর্ণ অ্যাকশন ও কমেডি নির্ভর একটি সিনেমায়, যা চলতি বছরেই মুক্তি পাবে। বলিউডের নামী প্রযোজনা সংস্থা ‘আগাজ এন্টারটেইনমেন্ট’ এই ছবি নির্মাণ করছে। সিনেমাটির নাম এখনও চূড়ান্ত না হলেও এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছেন সানিয়া।

সামাজিক মাধ্যমে সিনেমার টিমের সঙ্গে একটি ছবি শেয়ার করে সানিয়া লেখেন, “এই খবরটা ভাগ করে নিতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। দেখা হবে বড় পর্দায়!”

সানিয়ার এই নতুন ছবিতে থাকবে জমজমাট অ্যাকশন দৃশ্য, হাস্যরসে ভরপুর দৃশ্যপট এবং দর্শকদের জন্য একরাশ চমক। নির্মাতাদের দাবি, ছবিটি একদিকে যেমন বিনোদনে ঠাসা, তেমনি সানিয়ার অভিনয় দক্ষতাকেও এক নতুন মাত্রায় তুলে ধরবে।

তাঁর এই ধাঁচের চরিত্রে প্রথমবার অভিনয়কে কেন্দ্র করে ভক্ত-দর্শকদের মধ্যে সৃষ্টি হয়েছে আলোচনার ঝড়। এতদিন সিরিয়াস রোলে অভ্যস্ত দর্শকরা এবার অপেক্ষায় আছেন তাঁর এই বোল্ড ও মজাদার রূপ দেখার জন্য।

ওটিটিতেও সমান জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে একাধিক ওয়েব সিরিজের প্রস্তাব নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমা এবং ওয়েবে সমানতালে এগিয়ে চলা সানিয়া মালহোত্রা যেন নিজের ক্যারিয়ারে এক নতুন অধ্যায় শুরু করলেন এই অ্যাকশন-কমেডির মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button