বিনোদন

লাদাখে শুটিংয়ে আহত সালমান খান, চিকিৎসকের পরামর্শে বিশ্রামে

‘ব্যাটল অব গালওয়ান’ ছবির শুটিং চলাকালে চোট পেলেন বলিউড তারকা, তবে দৃশ্য ধারণ শেষ করে এখন বিশ্রামে আছেন তিনি

এবিএনএ:  বলিউড সুপারস্টার সালমান খান আবারও শিরোনামে—তবে এবার সিনেমার জন্য নয়, শুটিং চলাকালে আহত হওয়ার কারণে। ‘ব্যাটল অব গালওয়ান’ ছবির লাদাখ শিডিউলে অংশ নিতে গিয়ে চোট পান তিনি।

অপূর্ব লাখিয়া পরিচালিত এ ছবির একটি সূত্র জানিয়েছে, শূন্যের নিচে তীব্র ঠান্ডা ও অক্সিজেন সংকটের মধ্যেও শুটিং করেছেন সালমান খান। শারীরিক সমস্যার পরও সর্বোচ্চ চেষ্টা করে তিনি দৃশ্য ধারণে অংশ নেন।

প্রায় ৪৫ দিন ধরে চলা শুটিংয়ের মধ্যে সালমান ১৫ দিন ইউনিটের সঙ্গে ছিলেন। এ সময়ই আহত হলেও শুটিং শেষ না করে দৃশ্যগুলো সম্পন্ন করেন তিনি। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন এই জনপ্রিয় নায়ক।

আগামী সপ্তাহে ছবিটির দ্বিতীয় পর্বের শুটিং শুরু হবে মুম্বাইয়ে। সেখানেই সালমান খানের নতুন শিডিউল রয়েছে।

২০২০ সালের ভারত-চীন সেনাদের গালওয়ান সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ব্যাটল অব গালওয়ান’। ছবিটির প্রথম পোস্টার ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে, যেখানে রক্তাক্ত ও দৃঢ়চোখে তাকিয়ে থাকা সালমান খানের লুক দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button