বিনোদন

ওয়েব সিনেমায় প্রথমবার! সাদিয়া ইসলাম মৌয়ের রহস্যময় চরিত্রে অভিষেক ‘গহীন অতল’-এ

‘মাসুদ রানা’ সিরিজের গল্পে এবার অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, চরিত্রে রয়েছে থ্রিলার, মাতৃত্ব আর নৈতিক দ্বন্দ্বের সংমিশ্রণ

এবিএনএ:  বাংলাদেশের ফ্যাশন ও টিভি দুনিয়ার দীর্ঘদিনের পরিচিত মুখ সাদিয়া ইসলাম মৌ এবার নতুন এক অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছেন পর্দায়। প্রথমবারের মতো তিনি অভিনয় করছেন একটি ওয়েব সিনেমায়। কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা সিরিজ ‘মাসুদ রানা’ অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্ম ‘গহীন অতল’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে।

গল্পটি নির্মিত হয়েছে ‘মাসুদ রানা’ সিরিজের ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে, যা সময়োপযোগী করে চিত্রনাট্যে রূপ দিয়েছেন লেখকের পুত্রবধূ মাসুমা মায়মুর। এই গল্পে একজন মায়ের মনের গভীরে লুকিয়ে থাকা দ্বন্দ্ব, অপরাধবোধ ও সন্তানের জন্য আত্মত্যাগের ছায়া রয়েছে। এই জটিল চরিত্রে অভিনয় করে বেশ তৃপ্ত মৌ।

সাদিয়ার সঙ্গে অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি ও ইহতেশাম আহমেদ টিংকু। বিশেষ চরিত্রে ভিডিও কলে হাজির হয়েছেন ইন্তেখাব দিনার।

সহশিল্পীদের প্রসঙ্গে মৌ বলেন, “সবার আন্তরিকতায় কাজটি দারুণ উপভোগ করেছি। এমন টিমওয়ার্ক সবসময় কাজের মান বাড়ায়, যা দর্শকরাও অনুভব করবেন।”

পরিচালক আকা রেজা গালিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “গালিব ভাই কাজটি অত্যন্ত যত্ন নিয়ে করেছেন। স্ক্রিপ্ট, লোকেশন, ক্যামেরার কাজ—সব কিছু ছিল একদম পেশাদার মানের।”

ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে মৌয়ের মত, “এটা এখন খুবই কার্যকর প্ল্যাটফর্ম। এখানে গল্প বলার ধরন একেবারে আলাদা। বাস্তবধর্মী চরিত্র ও গভীর আবেগ উপস্থাপন করা যায় সহজেই।”

পরিচালক গালিব জানান, “গহীন অতল’ একটি পারিবারিক আবহে তৈরি হলেও এতে আছে উত্তেজনাপূর্ণ থ্রিলারের মিশেল। গল্পকে সময়ের প্রেক্ষিতে উপস্থাপন করতে কিছু চরিত্র ও কাহিনীর রূপান্তর করা হয়েছে।”

ইতিমধ্যে ওয়েব সিনেমাটির শুটিং শেষ পর্যায়ে এবং নির্মাতারা জানিয়েছেন, শিগগিরই মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে ‘গহীন অতল’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button