রোনালদোকে ঘিরে উত্তাল ক্লাব বিশ্বকাপ! দলে ভেড়াতে মরিয়া কাসাব্লাঙ্কা ও ইন্টার মায়ামি
নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপে অংশ নিতে ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনতে চায় একাধিক ক্লাব, আলোচনায় কাসাব্লাঙ্কা ও ইন্টার মায়ামি।


এবিএনএ:
২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফার নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপে ফুটবল বিশ্বে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। ঠিক বিশ্বকাপের আদলে ৩২টি ক্লাব অংশ নিচ্ছে এই মাসব্যাপী টুর্নামেন্টে, আর এই বিশাল মঞ্চে ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতি যেন ভাবাই যায় না!
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নিজেই ইঙ্গিত দিয়েছেন, রোনালদোকে এই টুর্নামেন্টে খেলানোর চেষ্টা চলছে। তিনি বলেন, “রোনালদোকে ক্লাব বিশ্বকাপে দেখা যেতে পারে। কয়েকটি ক্লাব তার সঙ্গে চুক্তি করতে চায়। হাতে এখনও সময় আছে।”
ইনফান্তিনো আরও বলেন, আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিও রোনালদোর ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। যদি মেসি ও রোনালদো একই দলে খেলেন, তাহলে তা ফুটবলপ্রেমীদের জন্য বিশাল আনন্দের বিষয় হবে।
এদিকে নতুন একটি সূত্র থেকে জানা গেছে, মরক্কোর জনপ্রিয় ক্লাব ওয়েদাদ কাসাব্লাঙ্কাও রোনালদোকে দলে নিতে প্রস্তুতি নিচ্ছে। ক্লাবটির হয়ে খেলা মরক্কোর ফুটবলার নরদিন আম্রাবাত বলেছেন, “এটা সত্যি যে প্রেসিডেন্ট রোনালদোকে দলে নেওয়ার বিষয়ে খুবই আশাবাদী। তিনি বড় তারকাদের নিয়ে কাজ করছেন, রোনালদো তাদের মধ্যে অন্যতম।”
রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে খেলছেন। তবে চলতি বছরের ৩০ জুনেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি নবায়ন হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
এমন পরিস্থিতিতে রোনালদোর ক্লাব পরিবর্তনের গুঞ্জন প্রবল হচ্ছে। কাসাব্লাঙ্কা ও ইন্টার মায়ামি ছাড়াও ব্রাজিলের বোটাফোগোও রোনালদোকে দলে নেওয়ার ব্যাপারে ভাবছে বলে খবর রয়েছে।
যেহেতু আল নাসর ক্লাব বিশ্বকাপে অংশ নিতে পারছে না, তাই ফিফার নতুন এই মর্যাদাসম্পন্ন আসরে রোনালদোর অংশগ্রহণ নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে একাধিক ক্লাব। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে উত্তেজনা আরও বাড়ছে।
Share this content: