রাজনীতি

বিএনপির নামে সন্ত্রাস করলে কেউ রেহাই পাবে না: রিজভীর কঠোর হুঁশিয়ারি

দলের ভাবমূর্তি রক্ষায় সন্ত্রাস-সহিংসতায় জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিচ্ছে বিএনপি, বললেন রুহুল কবির রিজভী

এবিএনএ: বিএনপির নামে কেউ সন্ত্রাস বা সহিংসতায় জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই বার্তা দেন।

রিজভী বলেন, “দলের নামে অনৈতিক বা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে ভিডিও-অডিওসহ প্রমাণ যাচাই করা হবে এবং দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে।”

তিনি জানান, “দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন আচরণে জড়ালে কেউ রেহাই পাবে না। আমরা প্রতিদিনই তদন্ত করছি এবং প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। কেউ যেন আর সাহস না পায়, সে কারণেই এই বার্তা দেওয়া জরুরি।”

সংবাদ সম্মেলনে রিজভী জানান, কুড়িগ্রামের চিলমারীতে কমিটি গঠনকে কেন্দ্র করে ভাঙচুর ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাঈদ হোসেন পাখি ও সদস্য আবদুল মতির শিরিনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া, কুমিল্লার দক্ষিণ জেলার পাচঁথুবী ইউনিয়নের সাধারণ সম্পাদক খোকন মিয়াকেও বহিষ্কার করা হয়েছে। তিনি দলীয় নাম ব্যবহার করে অস্ত্র প্রদর্শন ও সন্ত্রাসে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ভোলার তজুমদ্দিনে মহিলা দলের এক নেত্রীকে মারধর করায় ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকেও বহিষ্কার করা হয়েছে।

পাটগ্রামে থানায় হামলা ও কর্মী ছিনিয়ে নেওয়ার অভিযোগেও তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রিজভী।

রাজধানীর বনানীতে যুবদলের আহ্বায়ক মুনির হোসেন নারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় তাকেও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ামাত্র জাতীয়তাবাদী যুবদল তাৎক্ষণিক পদক্ষেপ নেয়।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব উন নবী খান সোহেলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি এবার দলের শৃঙ্খলা রক্ষা এবং সহিংসতা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে বার্তা দিয়েছেন রিজভী আহমেদ। দলীয় ভেতরে শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি ইঙ্গিত দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button