আন্তর্জাতিক

চার দিন পর জামিনে মুক্ত শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হয়ে আদালতে হাজিরার পর ৫০ লাখ রুপির বন্ডে জামিন পেলেন সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে।

এবিএনএ:  রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের মামলায় গ্রেপ্তারের চার দিন পর জামিনে মুক্তি পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। মঙ্গলবার কলম্বোর ফোর্ট ম্যাজিস্ট্রেট নিলুপুলি লঙ্কাপুরা ৫০ লাখ রুপি (প্রায় ১৬ হাজার ৬০০ মার্কিন ডলার) বন্ডের শর্তে তাকে জামিন দেন।

গত শুক্রবার কলম্বোর অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেপ্তার করে। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ ও কিউবার হাভানায় জি-৭৭ সম্মেলন শেষে তিনি ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে গিয়েছিলেন। সেই সফরে সরকারি তহবিল থেকে ৫৫ হাজার ডলার ব্যয় করা হয়।

আদালতে জামিন শুনানি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া। বিশেষ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে। এ সময় আদালতের বাইরে কয়েকশ’ সমর্থক বিক্রমাসিংহের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে দাঙ্গা নিয়ন্ত্রণকারী বাহিনী তাদের সরিয়ে দেয়।

গ্রেপ্তারের পর থেকেই তিনি কলম্বো ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন এবং গ্রেপ্তারের সময় তীব্র পানিশূন্যতায় আক্রান্ত ছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

মঙ্গলবার জামিন শুনানিতে তিনি ভিডিও লিঙ্কের মাধ্যমে অংশ নেন। আদালত এই মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২৯ অক্টোবর নির্ধারণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button