অবশেষে প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটির বিলাসবহুল প্রাসাদ, দেখুন স্বপ্নের বাড়ির ভেতরের ঝলক
রাজ কাপুরের পুরনো ভিটেতে নির্মিত ছয়তলা বাংলো, নতুন জীবনের সূচনা করতে প্রস্তুত বলিউড তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট


এবিএনএ: বলিউডের আলোচিত তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বহু প্রতীক্ষিত স্বপ্নের আবাস অবশেষে সম্পূর্ণ হলো। দীর্ঘ কয়েক বছরের নির্মাণকাজ শেষে ২৫০ কোটি রুপির এই বিলাসবহুল প্রাসাদ সম্প্রতি প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ছয়তলা বিশিষ্ট এই বাংলো শুধু বিলাসবহুল স্থাপনা নয়, বরং কাপুর পরিবারের ঐতিহ্যের ধারাবাহিকতা। একসময় এটি ছিল কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের আবাস। আশির দশকে বাড়িটি ঋষি কাপুর ও নীতু কাপুরের দখলে আসে। বর্তমানে রণবীর ও আলিয়া এই উত্তরাধিকারের নতুন অধ্যায় শুরু করছেন।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে বাড়িটির ভেতরের কিছু দৃশ্য প্রকাশিত হয়েছে। প্রাসাদের বাইরের দেয়ালে ধূসর রঙের ছোঁয়া, চারপাশে সবুজ গাছপালা আর প্রতিটি বারান্দায় ঝলমলে সবুজে সাজানো। ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে উঁচু ছাদে ঝুলন্ত বিশাল ঝাড়বাতি, যা ঘরের ইন্টেরিয়রে আভিজাত্যের আমেজ ছড়িয়ে দেয়।
নতুন বাড়ির কাজ চলাকালীন একাধিকবার আলিয়া-রণবীর ও তাদের কন্যা রাহাকে সাইট পরিদর্শনে দেখা গেছে। নীতু কাপুরকেও প্রায়ই বাড়ির বাইরে ক্যামেরাবন্দি হতে হয়েছে। শোনা যাচ্ছে, শিগগিরই একটি শুভ দিনে পুরো পরিবার এখানে উঠবেন।
রণবীর ও আলিয়া ২০২২ সালের এপ্রিলে বিয়ে করেন। তাদের কন্যা রাহা জন্মের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
কাজের ক্ষেত্রেও দুই তারকা ব্যস্ত সময় পার করছেন। আলিয়া ভাট সম্প্রতি বাসন বালার পরিচালিত জিগরা সিনেমায় অভিনয় করেছেন এবং সামনে ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স প্রজেক্ট আলফা-তে দেখা যাবে তাকে। অন্যদিকে, রণবীর কাপুর এখন নিটেশ তিওয়ারির রামায়ণ: পার্ট ১ ছবির প্রস্তুতিতে ব্যস্ত, যা মুক্তি পাবে দীপাবলিতে ২০২৬ সালে। এ ছাড়া এই জুটি একসঙ্গে অভিনয় করবেন সঞ্জয় লীলা বনসালির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র লাভ অ্যান্ড ওয়ার-এ।