জাতীয়
রাজধানীতে আবারও বাসে অগ্নিকাণ্ড: সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের বাসে আগুনে আতঙ্ক
সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন লাগে; দ্রুত ফায়ার সার্ভিস গিয়ে নিয়ন্ত্রণে আনে, কোনো হতাহতের খবর মেলেনি


এবিএনএ: রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় আবারও ঘটেছে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা। মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে মালঞ্চ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, রাজধানীতে এর আগে আজ পর্যন্ত মোট পাঁচটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এসব বাস পার্কিং করা অবস্থায় ছিল। প্রতিবারই দ্রুত পদক্ষেপে আগুন নেভানো সম্ভব হয়েছে।
তবে সূত্রাপুরের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা নিয়ে তদন্ত চলছে।




