শিক্ষা

রাবিতে পোষ্য কোটায় উত্তেজনা: ধাক্কাধাক্কি, উপ-উপাচার্য ও প্রক্টর অবরুদ্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যু ঘিরে শিক্ষক-শিক্ষার্থীর সংঘর্ষ, উপ-উপাচার্য ও প্রক্টরকে জুবেরী ভবনে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এবিএনএ:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবারও উত্তেজনা ছড়িয়েছে পোষ্য কোটা ইস্যুতে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জুবেরী ভবনের বারান্দায় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও প্রশাসনের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান এবং প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানকে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রাখেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে উপ-উপাচার্যকে দ্বিতীয় তলায় ঘিরে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও। ঘটনাস্থলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার এবং শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভসহ কয়েকজন আহত হন।

এর আগে দুপুরে উপ-উপাচার্যদের বাসভবনে তালা ঝোলান শিক্ষার্থীরা। ফলে বাসভবনে প্রবেশ করতে না পেরে উপ-উপাচার্য ও প্রক্টর জুবেরী ভবনের দিকে আসেন। তাদের লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পরে এক শিক্ষক এবং কর্মকর্তা বাধা দেওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কির পরিস্থিতি সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “শিক্ষার্থীরা উপ-উপাচার্যের গাড়ি আটকে দিলে তিনি হেঁটে বাসায় যেতে চান। পরে আলোচনার জন্য জুবেরী ভবনে আসার সময় শিক্ষার্থীরা সামনে দাঁড়ালে ধাক্কাধাক্কি হয়। ঠিক কে প্রথম শুরু করেছে, তা নিশ্চিত নই।”

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ক্যাম্পাসজুড়ে এ ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষক ও প্রশাসন চেষ্টা চালাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button