বিনোদন

প্রীতম ও জেফারের দুর্দান্ত কমেডি রসায়ন এবার ওয়েব ফিল্মে!

প্রথমবারের মতো জুটি বাঁধলেন প্রীতম হাসান ও জেফার রহমান, শিহাব শাহীন আনছেন নতুন রোমান্টিক-কমেডি ‘তুমি আমি শুধু’

এবিএনএ: বিনোদন অঙ্গনে সংগীতশিল্পীদের অভিনয়ে আসা নতুন কিছু নয়। এবার সেই তালিকায় যুক্ত হল এক নতুন রসায়ন। দুই প্রতিভাবান সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান এবার প্রথমবারের মতো জুটি বাঁধছেন রোমান্টিক-কমেডি ঘরানার ওয়েব ফিল্মে। সিনেমার নাম ‘তুমি আমি শুধু’। এই নতুন প্রজেক্ট পরিচালনা করছেন ওটিটি হিটমেকার হিসেবে পরিচিত নির্মাতা শিহাব শাহীন।

নির্মাতা জানান, দীর্ঘদিন ধরেই তিনি এই গল্প নিয়ে কাজ করতে চাচ্ছিলেন। তিনি বলেন, “প্রায় দুই বছর আগে থেকেই সিনেমাটির পরিকল্পনা ছিল, নানা কারণে তা পিছিয়ে যায়। তবে এবার কোরবানির ঈদের আগেই এর শুটিং শেষ করেছি এবং এখন চলছে পোস্ট-প্রোডাকশন।”

এই সিনেমার মূল আকর্ষণ হচ্ছে প্রীতম ও জেফারের মধ্যে গড়ে ওঠা কমেডি রসায়ন। শিহাব শাহীন বলেন, “প্রীতমের সঙ্গে আগেও কাজ করেছি। ও খুবই সাবলীল অভিনেতা। ‘কাছের মানুষ দূরে থুইয়া’তে ওর কাজ দারুণ লেগেছিল। আর জেফার খুবই মনোযোগী ও দায়িত্বশীল। সিনেমার চরিত্রে সে নিজেকে দারুণভাবে উপস্থাপন করেছে। এই দুই শিল্পীর বোঝাপড়া এবং হাস্যরস দর্শকদের মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।”

তবে সিনেমার কাহিনি এখনও প্রকাশ করতে নারাজ নির্মাতা। তিনি বলেন, “গল্পটা একটু আলাদা। আগেভাগে বলতে চাই না, দর্শক নিজেরাই আবিষ্কার করুক। তবে এটুকু বলতে পারি—এতে থাকবে হাসি, বন্ধুত্ব এবং জীবনের স্পর্শকাতর কিছু মুহূর্ত।”

এদিকে, শুধু ‘তুমি আমি শুধু’ নয়, সম্প্রতি দেশের ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়ে নির্মিত ‘সুখী’ অ্যাপের ছয়টি বিজ্ঞাপনও পরিচালনা করেছেন শিহাব শাহীন। সেখানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মিথিলা, দীঘি, রুকাইয়া চমকসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০০১ সালে ‘ঘূর্ণি’ নাটকের মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন শিহাব শাহীন। এরপর ‘রমিজের আয়না’ ও ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে জনপ্রিয়তা পান। ‘সিন্ডিকেট’, ‘মাইসেল্ফ আলেন স্বপন’, ‘গোলাম মামুন’-এর মতো সিরিজ দিয়ে তিনি ওটিটিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এবার দেখা যাক, প্রীতম ও জেফারের অভিনয়ে ‘তুমি আমি শুধু’ দর্শকদের কতটা হাসাতে ও ভাবাতে পারে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button