সরকারি প্রাথমিকে ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত, নতুন নাম শুধু ‘শিক্ষক’
প্রাথমিক বিদ্যালয়গুলোর ৩ লাখের বেশি সহকারী শিক্ষক এখন শুধুই ‘শিক্ষক’ নামে পরিচিত হবেন, আরও ৪টি পদে পরিবর্তন


এবিএনএ: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদ বাতিল করে নতুন নামকরণ করা হয়েছে শুধুই ‘শিক্ষক’। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় বলা হয়েছে, এর ফলে প্রায় ৩ লাখ ৬২ হাজার শিক্ষক এখন থেকে ‘শিক্ষক’ পদবিধারী হিসেবে বিবেচিত হবেন।
রোববার জারি করা এক প্রজ্ঞাপনে মন্ত্রণালয় জানায়, প্রশাসনিক কাঠামো আরও সহজ ও পরিষ্কার করার লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে। চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সমন্বয় সভার সুপারিশ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শুধু শিক্ষক পদ নয়, আরও চারটি পদেও পরিবর্তন আনা হয়েছে। যেমন:
-
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এখন থেকে হবেন অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
-
অর্থ কর্মকর্তা পদের নাম পরিবর্তন হয়ে হয়েছে হিসাবরক্ষণ কর্মকর্তা
-
সহকারী মনিটরিং অফিসার এখন হবেন প্রশাসনিক কর্মকর্তা
-
পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক নাম বদলে হয়েছে সহকারী ইনস্ট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়)
এই পরিবর্তন ৩৩৫টি পরীক্ষণ বিদ্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রযোজ্য হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আধুনিক ও দ্ব্যর্থহীন পদবির মাধ্যমে শিক্ষক ও কর্মকর্তাদের দায়িত্ব আরও স্পষ্ট ও প্রাতিষ্ঠানিকভাবে কার্যকর হবে। এতে কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে এবং প্রশাসনিক স্বচ্ছতা আসবে।
বিশ্লেষকদের মতে, নামের এই আধুনিকীকরণ শুধু কাগজে নয়, বাস্তবিক ব্যবস্থাপনায়ও ইতিবাচক পরিবর্তন আনতে পারে যদি এর সঙ্গে প্রশিক্ষণ ও নীতিমালা সংশোধনের মতো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।