আলোচনার আশ্বাসে স্থগিত হলো পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি কর্মসূচি
সরকারের সঙ্গে আলোচনার প্রত্যাশায় স্থগিত করা হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির চলমান কর্মসূচি, কর্মকর্তাদের কর্মস্থলে যোগদানের আহ্বান।


এবিএনএ: বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন চলমান গণছুটি কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে। একইসঙ্গে সব কর্মকর্তা-কর্মচারীকে অবিলম্বে নিজ নিজ কর্মস্থলে যোগদানের আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক মাহবুব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রাম ও শহরের বিদ্যুৎ বৈষম্য দূরীকরণ এবং মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ২০২৪ সালের জানুয়ারি থেকে আন্দোলন শুরু হয়। যদিও সরকার বিভিন্ন সময় একাধিক কমিটি গঠন করেছে, কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অসহযোগিতার কারণে সমস্যা সমাধান সম্ভব হয়নি।
সংগঠনটির দাবি, আন্দোলনের কারণে বহু কর্মকর্তা-কর্মচারীকে মামলা, চাকরিচ্যুত, বরখাস্ত ও বদলির শিকার হতে হয়েছে। শুধু চলতি বছরেই শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রায় দুই বছরের আন্দোলনের মধ্যেও বিদ্যুৎ সরবরাহ কখনো বন্ধ রাখা হয়নি। বরং ৮০টি সমিতির প্রায় ৩৩ হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মসূচিতে অংশ নিলেও গ্রাহকদের বিদ্যুৎ সেবা স্বাভাবিক রাখা হয়।
সংগঠনটির অভিযোগ, আরইবি বারবার ভুল তথ্য দিয়ে বিদ্যুৎ বিভাগকে বিভ্রান্ত করছে এবং আন্দোলনকারীদের দেশবিরোধী শক্তি হিসেবে উপস্থাপন করছে, যা অন্যায্য ও উদ্দেশ্যপ্রণোদিত।
তবে বিদ্যুৎ উপদেষ্টার সঙ্গে আলোচনায় সমস্যার সমাধানে আশ্বাস পাওয়ায় গণছুটি কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি ও জনদুর্ভোগ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটি জানায়।