ভারতের বিপক্ষে ভালো শুরু করেও ১৭১ রানে থেমে গেল পাকিস্তান
দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে ব্যাটিংয়ে দারুণ সূচনা করেও মিডল ওভারে ভেঙে পড়ে পাকিস্তান, দুইশ’র স্বপ্ন অপূর্ণ রেখে ১৭১ রানে সীমাবদ্ধ।


এবিএনএ: এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিল পাকিস্তান। প্রথম ১০ ওভারেই ১ উইকেটে ৯১ রান তুলে দুইশ’র বেশি সংগ্রহের আভাস দিচ্ছিল তারা।
তবে মিডল ওভারে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ছন্দ হারায় পাকিস্তানের ইনিংস। এক পর্যায়ে বড় সংগ্রহের আশা ভঙ্গ হয়ে ২০ ওভার শেষে দল থামে ১৭১ রানে।
ওপেনার ফখর জামান মাত্র ৯ বলে ১৫ রান করে ফিরে গেলেও, শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে ইনিংস এগিয়ে নেন। আইয়ুবের ১৭ বলে ২১ রানের ছোট ইনিংস থেমে গেলে চাপ বাড়তে থাকে। ফারহান অবশ্য ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন। তিনি ৪৫ বলে ৫৮ রান করেন, যেখানে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কা।
তবে পরের ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে পারেননি। হুসেইন তালাত ১১ বলে ১০ রান, অধিনায়ক সালমান আগা ১৩ বলে ১৭ রান এবং মোহাম্মদ নওয়াজ ১৯ বলে ২১ রান করে ফিরে যান। শেষ দিকে ফাহিম আশরাফ ৮ বলে ঝড়ো ২০ রান করলেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি।
ভারতের বোলারদের মধ্যে শিভাম দুবে সবচেয়ে কার্যকর ছিলেন। তিনি ৪ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বরুণ চক্রবর্তী নিয়ন্ত্রিত বোলিং করে ৪ ওভারে মাত্র ২৫ রান দেন। যদিও জাসপ্রিত বুমরাহ ব্যয়বহুল ছিলেন, তার বোলিংয়ে ৪ ওভারে এসেছে ৪৫ রান।
অসাধারণ সূচনা করেও মিডল অর্ডারের ব্যর্থতায় পাকিস্তানকে শেষ পর্যন্ত থামতে হয় ১৭১ রানে। ভারতের সামনে জয়ের টার্গেট তুলনামূলকভাবে সহজ করে দিয়ে গেল বাবর আজমের দল।