বিনোদন

সিলেটের শুটিং সেট থেকে শুরু হয়েছিল ওমর সানী–মৌসুমীর প্রেমকাহিনী

মনোমালিন্য থেকে জন্ম নেয় ভালোবাসা, উপহার হলো সম্পর্কের বাঁধন—অভিনয়জগতের আলোচিত দম্পতির গল্প

এবিএনএ:  বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় দম্পতি ওমর সানী ও মৌসুমীর প্রেমকাহিনী বেশ নাটকীয়ভাবে শুরু হয়েছিল। সময়টা ছিল ১৯৯২ সাল। তখনও ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায়নি। এর মধ্যেই ওমর সানী অভিনয়ের প্রস্তাব পান মৌসুমীর সঙ্গে ‘দোলা’ সিনেমায়। এই ছবির মাধ্যমেই প্রথমবার জুটি বাঁধেন তারা।

কিন্তু শুটিং করতে গিয়ে সিলেটে প্রথমবার দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। সম্পর্ক খারাপ হলেও সেই ছোটখাটো ঝগড়ার মধ্য দিয়েই জন্ম নেয় নতুন এক অনুভূতি—ভালোবাসার বীজ।

পরে ‘আত্ম অহংকার’ সিনেমার শুটিং করতে সিলেটের জৈন্তাপুরে গেলে তাদের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়। শুটিং চলাকালীন একদিন মৌসুমী জানান, পরদিন তার জন্মদিন। দুপুরে একসঙ্গে খাবার সময় ওমর সানী প্রথমবার তাকে উপহার দেন নিজের গলা থেকে খোলা প্রায় চার ভরি ওজনের সোনার একটি চেইন। সেই মুহূর্তটি তাদের সম্পর্কের বাঁধনকে আরও দৃঢ় করে তোলে।

ধীরে ধীরে বন্ধুত্ব প্রেমে রূপ নেয়, আর সেখান থেকেই বিয়ে, সংসার এবং সন্তান। দীর্ঘ সময় ধরে তারা একসঙ্গে থেকে আলোচিত দম্পতি হিসেবে পরিচিত হয়েছেন। বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন কয়েক বছর ধরে, আর ওমর সানী বাংলাদেশে নিজস্ব রেস্টুরেন্ট ব্যবসা ‘চাপওয়ালা’ সামলাচ্ছেন।

তবে সাম্প্রতিক সময়ে শোবিজ অঙ্গনে গুঞ্জন উঠেছে, তাদের দাম্পত্য সম্পর্কে নাকি কিছুটা টানাপোড়েন চলছে। যদিও ভক্তরা এখনো আশা করছেন, এই তারকা দম্পতি আগের মতোই সুখী ও একত্রে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button