রাজনীতি

এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত মিডিয়া ট্রায়ালের অভিযোগ

যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামের দাবি—গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণায় নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা চলছে

এবিএনএ:  জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে গণমাধ্যম ব্যবহার করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ‘মিডিয়া ট্রায়াল’-এর মুখে ফেলা হচ্ছে। এর মাধ্যমে তাদের সামাজিক ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা ক্ষুণ্নের চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

রবিবার রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারিকুল ইসলাম বলেন, “আমরা লক্ষ্য করছি, এনসিপি সম্পর্কিত কোনো ঘটনা ঘটলেই তা দিনের পর দিন গণমাধ্যমে প্রচার হয়। অথচ অন্যান্য দলের গুরুতর ঘটনাগুলোও খুব দ্রুত আড়ালে চলে যায়। এটি একটি পক্ষপাতমূলক প্রবণতা।”

তিনি আরও অভিযোগ করেন, কক্সবাজারের একটি ঘটনার সঙ্গে মিথ্যাভাবে এনসিপি নেতাদের জড়িয়ে সংবাদ প্রচার করা হয়েছে। “এমনও প্রচার হয়েছে যে, একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের নেতাদের বৈঠক হয়েছে। অনেকেই এই ভ্রান্ত তথ্য বিশ্বাসও করেছেন, যা অবিশ্বাস ও বিভ্রান্তি তৈরি করে,” বলেন তারিকুল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আগামী ১২ আগস্ট রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘জাতীয় যুব সম্মেলন’ আয়োজন করবে যুবশক্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন যুবশক্তির সদস্যসচিব জাহেদুল ইসলাম, মুখ্য সংগঠক ফরহাদ সোহেল, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতারা।

Ask ChatGPT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button